১৩ এপ্রিল ২০২০ দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোঃ আলমগীর হোসেন মোল্লা জিংলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আলমগীর হোসেন মোল্লা বলেন,
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লোকসমাগম না করে, আমি নিজেই খাদ্যসামগ্রী নিয়ে আমার জনগণের বাড়িতে তা পৌঁছে দিচ্ছে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখা হলো আর আমার ইউনিয়ন বাসীর সাথে দেখাও হলো। সবাই যদি বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিররণ করে তবে করোনার আক্রমণ থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। আসুন আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াই, নিজে সচেতন হই অপরকে সচেতন হতে সহযোগিতা করি। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বাহির হবেন না। আপনি নিরাপদে থাকলে দেশ নিরাপদে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন মোল্লা'র সহধর্মিণী, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোসাম্মৎ পারুল আক্তার।