৬ মে ২০২০, দাউদকান্দি পৌরসভার ৫ নং সদর ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে ইফতারের আগমুহূর্তে করোনায় আক্রান্ত বিষা সরকার কে ইফতারসামগ্রী নিয়ে দেখত যান দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন।
এ সময় তিনি বিষা সরকারের বর্তমান স্বাস্থ্যজনিত খোজঁখবর নেন এবং সাহস ও মনোবল প্রদান করেন।
একসময় বিষার অবসর সময় কীভাবে কাটে জানতে চান উপজেলা চেয়ারম্যান।
জবাবে আক্রান্ত বিষা সরকার জানান,টিভি দেখে সময় কাটে।
তখন উপজেলা চেয়ারম্যান আরো জানতে চান,তার স্মার্ট ফোন আছে কী না?
জবাবে বিষা বলেন, তার স্মার্ট ফোন নাই।
এ কথা শোনার পরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে একটি স্মার্ট ফোন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।