আজ ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় দক্ষিণ বলরাম পুর তিতাস মাল্টিমিডিয়া স্কুলের সৌজন্যে একশত বিশ জন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী গুলো হলো, চিনি,খেজুর, ছোলা,ডাবলী,মুড়ি,
তিতাস উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির ৩ নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবীর পরামর্শে।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রত্যেকের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী গুলো পৌছে দেওয়া হয়।
খেটে খাওয়া শ্রমিক মেহনতী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দাম, যুগ্মসাধারণ সম্পাদক জাহিদ হাসান,রকিব উদ্দিন খন্দকার, আঃ রব ভুইয়া,হানিফ মিয়া,সাইফুল ইসলাম, তিতাস মাল্টিমিডিয়া স্কুলের সভাপতি মোহাম্মদ আলী আহমেদ রিফাত, অধ্যক্ষ সজীব আহমেদ,পরিচালক বদিউজ্জামান খন্দকার, প্রমুখ।