ছবিতে যে শিশুটিকে দেখছেন তার বয়স 9 বছর। করোনায় আক্রান্ত, হুম সে পজেটিভ (Covid - 19) পিতা-মাতা পরিবার পরিজনদের ছেড়ে সে চলছে মৃত্যুকে জয় করতে।আদৌ কি সে পারবে জয়ী হতে? কারণ এই যুদ্ধ তার একার। তার সাথে থাকবে না তার পিতা-মাতাও। যাদের ছেড়ে শিশুটির ঘুম আসে না, তাদের ছেড়ে কি করে সে পারবে , এই মারণ রোগ থেকে নিজেকে মুক্ত করতে? সত্যিই খুব দুঃখজনক। এমন রোগ যা কাছের মানুষকে আগে থেকেই দূরে সরিয়ে দেয়।
এমন ঘটনা যেন আর কোন পরিবারের সদস্যের না হয়। সকলে চরম দুরবস্থা, অস্বস্তি, বিরক্ত, বিষন্ন মন নিয়ে ও ঘরে থাকুন। নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুণ। আমরা আশাবাদী। আমরা করবো জয় ইনশাআল্লাহ।