কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাসিন সোহাগ এর নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনা ও কুমিল্লা ১ আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশনায়, মেঘনা উপজেলা ছাত্রলীগ "কৃষক বাঁচলে দেশ বাঁচবে" এই স্লোগানকে সামনে রেখে, রমজান মাস রোজা রেখে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে, এ ব্যাপারে কৃষকদের সাথে কথা বললে উনারা জানান, এই মহামারী করুনার কারণে বাইরের যারা দিনমজুরের কাজ করেতে বিভিন্ন জেলা থেকে আসতো, ওরা কেউ আসতে না পারায় আমরা অনেকে বিপদে ছিলাম, কিভাবে ধান কাটবো, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেঘনা থানা ছাত্রলীগকে এবং মহাসিন সোহাগকে আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, মহাসিন সোহাগের সাথে কথা বলে জানা যায় ধান কাটার মেশিন আনার চেষ্টা করছেন তিনি, আর যদিও না আনতে পারেন মেঘনার কোন কৃষকের ধান নষ্ট হবে না ইনশাআল্লাহ মেঘনার ছাত্রলীগ আমরা প্রস্তুত আছি।