কুমিল্লার মেঘনা উপজেলা "মানুষ মানুষের জন্য" এমন স্লোগানকে সামনে রেখে প্রায় ১২০ জন শিক্ষিত ছেলে যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন এই সময় অসহায় ও বিপদগ্রস্হ মানুষের ডাকে সাড়া দিয়ে মেঘনার "উদ্দীপ্ত তরুণ" সমাজ জীবনের ঝুঁকি নিয়ে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী ও খাবার বিতরণ করছে ।
ওদের ব্যক্তিগত উদ্যোগে এই সহযোগিতা করে যাচ্ছে। যারা মধ্যবিত্ত লজ্জায় লাইনে দাড়াতে পারে না,কাউকে বলতে ও পারে না। তাদের পাশে দাড়াতে চেষ্টা করছে। যেখান থেকে ফোন আসছে স্বেচ্ছাসেবী টিম "উদ্দীপ্ত তরুণের" কাছে, গোপনীয়তা রক্ষা করে , সহযোগিতা করে যাচ্ছে দিনরাত । আবার সারাদিন রোজা রেখে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছে বিনা খরচে, উদ্দীপ্ত তরুণ এখন যেন একটা ব্রান্ড মেঘনা অসহায় মানুষের মুখে।