করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৩৩ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গত ৬ জুলাই থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য।