করোনা ভাইরাসের আক্রমণে নাইজেরিয়ায় যতজন মারা গেছেন তার চাইতে বেশি মানুষ মারা গেছেন কারফিউ অমান্য করে। দেশটিতে করোনায় ১২ জন প্রাণ হারালেও কারফিউ অমান্য করে সেখানে মারা গেছেন ১৮ জন। দেশটির মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আল জাজিরা।
বুধবার (১৫ এপ্রিল) দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার রাজধানী আবুজাসহ দেশের ২৪টি রাজ্যে নিরাপত্তাবাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাদের কাছে নিরাপত্তাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ১০৫টি অভিযোগ এসেছে।
এসব অভিযোগের মধ্যে আটটি বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ রয়েছে। কারফিউ বলবৎ করার অংশ হিসেবে এ নিয়ে দেশটির নিরাপত্তাবাহিনীর হাতে প্রাণ গেল ১৮ নাগরিকের।
যেই ১৮ জন কারফিউ অমান্য করে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে পুলিশের হাতে মারা গেছেন সাতজন, সেনাবাহিনীর হাতে দুইজন। এছাড়া লকডাউন অমান্য করায় স্থানীয়দের মাধ্যমে মারা গেছে একজন।
নাইজেরিয়া সরকারের হিসাবে, এ পর্যন্ত দেশটিতে চার শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১২ জন।