প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২০, ১২:০৩ এ.এম
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভোলা জেলা জজ ফেরদৌস আহমেদ।
ভোলার সাবেক জেলা জজ ও লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ ফেরদৌস আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, ভোলার সাব জজ মোঃ জাকারিয়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ আলম, আলী হায়দার কামাল ও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েসনের কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ও ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ মজুমদার।
ভোলার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংঘঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও ভোলার পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো সালউদ্দিন হাওলাদার সম্পাদক নুরুল আমিন নুরনবী, ভোলা বারের সাবেক সাধারন সম্পাদক, সাবেক নারিশিশু পিপি গোলাম কিররশেদ কিরণ তালুকদারসহ আইনজীবীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এ ছাড়াও ভোলার সমাজিক ও সংস্কৃতিক সংঘঠনের পক্ষথেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
dainikajkermeghna.com