সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত স্বেচ্ছাসেবক রনেলকে দক্ষিন খুরমা ইউনিয়নের সেচ্ছাসেবকের মাধ্যমে ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির কিছু উপহার পাঠান। রনেল ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের স্বেচ্ছাসেবক । করোনা মহামারিতে সরকারি বিভিন্ন সংস্থার কাজে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির কর্তৃক ইউনিয়ন পর্যায়ে গঠিত দক্ষিণ খুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য তিনি। নমুনা পরিক্ষার পর সোমবার স্বেচ্ছাসেবক রনেল আহমদের করোনা পজেটিভ শনাক্ত হয়। আজ মঙ্গলবার ছাতকের ইউএনও এর পাঠানো উপহার নিয়ে দক্ষিন খুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকের ঠিম লিঢার মিলন আহমদের নেতৃত্বে রনেল আহমদের বাড়িতে পৌছে দেন, ও আরও উপস্তিত ছিলেন, স্বেচ্ছাসেবক হাবীব, ও সময়ের আয়োজন পত্রিকার সাংবাদিক কামরান উদ্দিন, ও স্বেচ্ছা সেবক মুহিবুর ঐ সময় উপস্তিত ছিলেন। বর্তমানে নিজ বাড়ীতে হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। রনেল আহমদ দোয়া চেয়ে সময়ের অায়োজন পত্রিকাকে বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্ত হয়ে আবার আপনাদের মাঝে আসতে পারি ।।