কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরে ৩১ দিন পর এক নারীর করোনা রিপোর্ট পজিটিভ। এই খবর পেয়ে ওই আক্রান্ত মহিলাকে মানষিকভাবে সাহস যোগাতে ভিটামিন সি যুক্ত ফলমূল নিয়ে সোমবার সকালে তাঁর বাসায় যান, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা, ফ্রান্স আওয়ামী লীগের নেতা আল-আমিন চৌধুরী, আব্দুল হালিম সরকারসহ আরও অনেক।
করোনায় আক্রান্ত ওই রোগী মালদ্বীপ ইয়েস বাংলা গ্রুপের চেয়ারম্যান মো. মোখলেছ আখন্দের স্ত্রী।