ছাত্রলীগ অথবা জনপ্রতিনিধি নয়,জনগনের সহায়তায় এবার মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। করোনায় আক্রান্ত হয়ে আটকে পড়া একটি পরিবারের সহযোগিতা করতে এমনি এক ব্যতিক্রম কাজ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। বুধবার সকালে শহরের হাজরাহাটি গ্রামে প্রায় অর্ধশত পুলিশ সদস্য একযোগে ওই অসহায় পরিবারের মাঠে থাকা ভুট্টা ভেঙ্গে দেন। শুধু তাই নয় ভাঙ্গার পর ভুট্টাগুলো প্রক্রিয়াজাত ও বিক্রিরও ব্যবস্থা করে দেন জেলা পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে সদর থানার অফিসার ইনাচার্জ আবু জিহাদের তত্ত্বাবধানে একটি পুলিশ দল করোনা আক্রান্ত ওই পরিবারের পাশে দাঁড়ান। পুলিশের এমন ভাল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। চুয়াডাঙ্গার অতি: পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, হাজরাহাটি গ্রামের একটি পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে লকডাউন হয়ে আছেন। কিন্তু তাদের মাঠের বিস্তৃণ ক্ষেতে রয়েছে ভুট্টা। ভুট্টা কাটার সময়ও পেরিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার এমন খবর পেয়ে তাদের মাঠে থাকা ভুট্টা ভেঙ্গে বাড়িতে পৌছানের নির্দেশনা দেন। এই নির্দেশনার পর আমরা ওই পরিবারের ভুট্টা ক্ষেত্রে থাকা ফসল ভেঙ্গে প্রক্রিয়াজাতকরণ শেষে বিক্রি করে তার সমুদয় টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, করোনায় বাড়িতে আটকে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। বুধবার বিকালে শহরের বিএডিসি চত্বরে কয়েকশ পরিবহন শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, খাদ্যের জন্য আপনারা কোন চিন্তা করেবন না। আপনারা বাড়িতে থাকুন জেলা পুলিশ আপনাদের বাড়িতে খাদ্য পৌছিয়ে দেবে। এ সময় অতি: পুলিশ সুপার অতি: পুলিশ সুপার আবু তারিক (প্রশাসন), অতি: পুলিশ সুপার মো: কলিমুল্লাহ (সদর সার্কেল), অতি: পুলিশ সুপার কনক কুমার দাস (সদর) ও সদর থানার অফিসার আবু জিহাদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত এক মাস ধরে জেলা পুলিশ প্রায় ৫ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন।