এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গরু চোরের দলকে ধরতে গিয়ে মো. সবুজ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে একদল চোর ওই এলাকার আব্দুল হকের বাড়িতে গরু চুরি করতে আসে। বাড়ির লোকজন চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে চোর দলকে ধাওয়া করে। এসময় আব্দুল হকের মেয়ের জামাই সবুজ চোরদের ধাওয়া করতে গিয়ে চলন্ত পিকআপ ভ্যানের সামনের বাম্পারের উপর উঠে যায়। পরে চোর দল গাড়ি না থামিয়ে সবুজকে নিয়ে টেনে চলে যায়।
স্থানীয় লোকজন গাড়ির পেছনে পেছনে গিয়ে আলগীবাজার রাস্তার মাথায় সড়কের পাশে থেকে সবুজের মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চোরদের গাড়ি থেকে ছিটকে পড়ে সবুজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।