লালমোহনে লাল মিয়া,
চরফ্যাশনে চর।
তজুমদ্দিনের তাজু মাঝি,
চরে বাঁধলেন ঘর।
মনপুরাতে মনের মানুষ,
বসত করে কার!
আমার জন্ম তজুমদ্দিন,
নাইকো কোনো ঘর।
দৌলতখানের দুলু মিয়া,
ভোলায় করে বাস।
বোরহানউদ্দিনের বরা গাজী,
খাচ্ছে ইলিশ মাছ।
শশীভুনে থাকে শশী,
পান সুপারি নিয়া।
দক্ষিণ আইচার দক্ষ বাবু,
মাতল গান গাইয়া।
ভোলা গাজী নৌকাটা আজ,
খোজেনা তো কেউ।
সাতটি থানা নয়টি হলো,
মেঘনা নদীর ঢেউ।
কালাদ্বীপের কালা মানুষ,
নেইকো আর ভোলা।
শতবর্ষ পরে দেখবে,
বিশ্ব মডেল ভোলা,,,,,,,,,,,,