ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আইরিন। বেশ কয়েকটি সিনেমা নিয়ে চলছে তার ব্যস্ততা। পাশাপাশি কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তবে ঈদে কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। কিন্তু তার ভক্তদের নিরাশ হওয়ার কারণ নেই। কারণ সিনেমা মুক্তি না পেলেও ওয়েব সিরিজে পাওয়া যাবে আইরিনকে।
‘ট্রাপড’ শিরোনামে এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনি, চিত্রনাট্য করেছেন আসাদ জামান । এরইমধ্যে ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে। ১২ পর্বের এই সিরিজটি মুক্তি পাবে ‘সিনেস্পট’ স্ট্রিমিং অ্যাপে।
কাজটি প্রসঙ্গে আইরিন বলেন, ‘ওয়েব সিরিজের গল্প সাধারণত টানটান থাকতে হয়। এমনই একটি ওয়েব সিরিজ এটি। থ্রিলার রোম্যান্টিক ঘরাণার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। এই ওয়েব সিরিজে দর্শক সিনেমার স্বাদ পাবেন। এটুকু বলতে পারি।’
উল্লেখ্য, আইরিনের তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আছে হারুনুজ্জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশ মহল’, অরণ্য পলাশ পারিচারিত ‘গন্তব্য’ বুলবুল জিলানি পরিচালিত ‘রৌদ্র ছায়া’।
সূত্রে:- ইত্তেফাক