করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামসমুহের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ ৩শটি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। স্থানীয় মীরপুরস্থ মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও সমাজকর্মী কামিল আহমদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাড়ি বাড়ি পৌঁছে দেয়া এসব খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের উপদেষ্টা, প্রবীণ মুরুব্বি হাজী মুজেফর আলী, স্থানীয় ইউপি সদস্য খালেদ মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী সাজু মিয়া, সফিক মিয়া, সেগুল আহমদ প্রমুখ।