রাজধানীর উত্তরায় এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করে র্যাব-৩-এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়।
বেলা ২টায় উত্তরায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। সূত্রে: চ্যানেল আই