এমপি সেলিনা ইসলাম সিআইপির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা।

জাতীয়

কুমিল্লার মেঘনা উপজেলার প্রায় ৭০০ পরিবহন শ্রমিককে, মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, চাল, ডাল, আলু, তেল, ইত্যাদি দেওয়া হয়েছে, সংরক্ষিত মহিলা আসন ৪৯ এর এমপি সেলিনা ইসলাম সি আই পির, পক্ষ থেকে, গত কয়েকদিন ধরেই নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে, প্রশাসন এর মাধ্যমে, এমপি সেলিনা ইসলামের সাথে কথা বললে, তিনি জানান আমার কাছে পরিবহনগুলোর যে লিস্ট আসছে আমি আমার সাধ্যমত সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি, আমি আশা করছি কালকে থেকে আর তাদের রাস্তায় দেখা যাবে না,রামপুর, চন্দনপুর, আলিপুর ঘাটও বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রায় সব ব্যবস্থাই করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়, মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মিলন সরকার, মাজেদুল ইসলাম টুটুল, ইয়াসমিন প্রধান সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.