কুমিল্লার মেঘনা উপজেলায় সংরক্ষিত মহিলা আসন ৩৪৯/৪৯ এর এমপি, সেলিনা ইসলাম (সিআইপি) কাবিখার বরাদ্দের টাকা দিয়ে ভাওর খোলা ইউনিয়ন শিবনগর বৈদ্যনাথপুর গ্রামের মধ্য পাড়ার রাস্তা নির্মাণ করে দেন। জানা যায় এই রাস্তাটি এই গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। এলাকাবাসী জানান গ্রামের বাড়িতে কেউ মারা গেলে আমরা খাটিয়া করে লাশ আনতে পারি না ২/৪ জনের কাঁধে করে নিয়ে কবর দিয়েছি অনেক লাশ। জনপ্রতিনিধিরা এই রাস্তাটি করার আশ্বাস দিলেও কেউ করেননি রাস্তাটি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকারের মাধ্যমে এমপি সেলিনা ইসলামের কাছে দাবি জানালে তিনি রাস্তাটি করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ এমপি সেলিনা ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকারকে ধন্যবাদ জানান এলাকাবাসী, রাস্তাটি পরিদর্শন করেন এমপি সেলিনা ইসলাম (সিআইপি) উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মেহেদী হাসান মিটু, জসিম মোল্লা, স্থানীয় মেম্বার ও মিলন মিয়া প্রমুখ।