কুমিল্লার মেঘনা উপজেলায় গত ২৯ ৬ ২০২০ ইং এমপি সেলিনা ইসলাম সিআইপি এর নামে মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহাসিন গং, আর টি ভি চ্যানেলের মাধ্যমে মিথ্যা গুজব বক্তব্য ও মানববন্ধন করে, কিন্তু এলাকাবাসী এটাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন, এলাকাবাসী জানান এই মহাসিন সেলিনা ইসলাম এমপির কাছ থেকে বালু কাটা বন্ধ করতে, হাইকোর্টে রিট করার জন্য টাকা এনেছে, তারপরও ও কেন মিথ্যে ও বানোয়াট অপপ্রচার করল তা আমরা গ্রামবাসী দেখব, এলাকাবাসীর কাছ থেকে বক্তব্য নিলে ওনারা জানান সেলিনা ইসলাম এমপি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়নি বরং উনি আমাদের অনেক উপকার করেছেন, এমন মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এলাকাবাসী আরও জানান বালুমহাল ইজারা হয়েছে মোট চারটি তার মধ্যে দুইটি হাইকোর্টে রিট করে বন্ধ করা হয়েছে আর দুইটি চলমান এগুলার মধ্যে সেলিনা ইসলাম ও তার আত্মীয়-স্বজনরা জড়িত নয়, একটি স্বার্থন্বেষী মহল সেলিনা ইসলাম কে জড়িয়ে অপপ্রচার করছে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এর সাথে কথা বললে তিনি জানান বালুমহাল ইজারা সরকার দিয়েছে কিন্তু একটি মহল এটাকে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, সরকারের ইজারাকৃত জাগা ছাড়া যদি কোথাও বালু কাটা হয় তাহলে এর ব্যবস্থা প্রশাসনসহ আমরা নিবো, আর এখনকার যে বক্তব্য এগুলা উদ্দেশ্য-প্রণোদিত ছাড়া আর কিছুই না, এ ব্যাপারে মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকারের সাথে কথা বললে তিনি জানান এমপি সেলিনা ইসলাম একজন ভালো লোক ওনার মান সম্মান ক্ষুন্ন করার জন্য কিছু স্বার্থন্বেষী মহল উনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।