ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে ডাকা আন্দোলনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে এ তথ্য জানানো হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, পূর্ব নির্ধারিত বন্ধ কর্মসূচি পালনের সময় মুর্শিদাবাদের জলঙ্গিতে গুলিবর্ষণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। আন্দোলনকারীদের অভিযোগ, শাসক দলের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে বন্ধ সমর্থনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। দুইজন নিহত ছাড়াও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তৃণমূল দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই