বাগেরহাটে এক যুগেও নির্মাণ হয়নি দাউরার খালের ওপর সেতু। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ২০০৭ সালে ভয়াবহ সিডরে মোড়েলগঞ্জের চিংড়াখালী এলাকায় দাউরার খালের কাঠের ব্রিজটি ভেঙ্গে যায়। এরপর নির্মাণ করা হয়নি ব্রিজটি। তবে এলাকাবাসীর উদ্যোগে খালটির উপর বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করা হয়।
ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন। খালের উপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।সময় টিভি