লেখকঃ মোঃ- শামীম মুন্সী
একজন আদর্শ সাংবাদিক সমাজের সাহসী বীর।
তাদের বীরত্ব পরিচয় পাওয়া যায়,
কলম আর কাগজের মাধ্যমে।
এক আদর্শ সাংবাদিক
মরে না কখনো ,
করে না ভয় রক্ত চক্ষুর !
সাহস আছে ক্ষমতা নেই
আদর্শ সাংবাদিকের নেই বাহাদুরি ….
মৃত্যু ভয়ে ভিতু নয়
কোন অত্যাচারি কিংবা প্রভাবশালীর !
অশ্রু আর বিষাদে ভরা
আদর্শ সাংবাদিকের জিবন ,
জাতি ধর্ম বর্ণ মিলায়
তুলে ধরে অসৎ এর সাথে
স্বজন প্রীতি !
কলম হাতে ছুটে চলে
সামাজের আদর্শ সাংবাদিক ,
পিছনে তাকিয়ে দেখে
ফেলে এসেছে বহুপথ !
রিক্তহাত সিক্ত দুই চোখ
অশ্রু ঝরে অবিরাম ,
একাল আর ঐ কাল
পাতার মাঝে করে একাকার !
বোঝা যা ছিলো সমাজে
ভয়টা দূর করে ,
আদর্শ সাংবাদিক ছুটে চলে
শহর থেকে গ্রাম্মতরে !
গরীব দুখী মানুষের অসহায়তা তুলে ধরে কাগজের কলমে।