তামান্না আফরিন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা করেছে, লাতিন আমেরিকার কয়েকটি মানবাধিকার সংগঠন। এই প্রথম সু চির বিরুদ্ধে সরাসরি কোন মামলা হলো।
ইউনিভার্স জুরিসডিকশনের আওতায় মামলাটি করা হয়। যাতে সু চির পাশাপাশি মিয়ানমারের সেনা প্রধান মিন অং লাইংয়েরও বিচার দাবি করা হয়।
বাদি পক্ষের আইনজীবী টমাস ওজিয়া জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ। ১১ নভেম্বর সোমবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনও দেশ এমন পদক্ষেপ নেয়। এরপর একে স্বাগত জানায় কানাডাও।