সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (০৭ অক্টোবর) সকাল দশটার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোবার মোড় সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সারাদেশে নারী নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন উলিপুর উপজেলার সকল শিক্ষামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন উলিপুর সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।