কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণী বাড়ি ইউনিয়নে আনাস মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, উলিপুর উপজেলার ধরণিবাড়ী ইউনিয়নের মাদারটাড়ি গ্রামের সোহরাব হোসেন খোকার পুত্র পারিবারিক কলহের জের ধরে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে রোববার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে ধরণিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু তিনি জানান আনাস মিয়া তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।