১০ মে ২০২০ রবিবার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাউদকান্দি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুন্না’র অর্থায়নে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
জানাযায়, দাউদকান্দি উপজেলা মৎস্য লীগের সভাপতি ও সাবেক সফল ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ লোকমান হোসেনের পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্না প্রতিদিন ইফতারের আগমুহূর্তে এলাকা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার বিতরণ করেন।
আক্তার হোসেন মুন্না বলেন, আমার নেতা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) স্যারের নির্দেশে প্রতিদিন গ্রামের আমার নিজস্ব অর্থ দিয়ে করোনায় কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার পৌঁছে দিয়ে আসি পুরো রোজা পর্যন্ত এ সেবা চলমান থাকবে।