

তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৯২ হতে ২০০৪ সাল পর্যন্ত সাপাহার সদর ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলাম। ২০০৫ হতে ২০০৮ সাল পর্যন্ত উপজেলার কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ২০০৯ সাল হতে ২০২১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। ২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়ে দলীয় কর্মকান্ড ও সকল কর্মসূচী সততা ও নিষ্ঠার সাথে পালন করছি।
তিনি আরও বলেন, গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একজন দলীয় চেয়ারম্যান হিসাবে দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে এলাকায় সার্বিক উন্নয়নের ব্যপারে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয়ের দিক নির্দেশনায় কাজ করে আসছি। যার ফলশ্রুতিতে শের-ই-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক প্রদত্ত শের-ই-বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক-২০১৬, মানবাধিকার শান্তি পদক-২০১৭, মানবাধিকার পিচ এওয়ার্ড-২০১৭, হিউম্যান রাইটস্ কালাচারাল সোসাইটি কর্তৃক প্রদত্ত শের-ই-বাংলা এ.কে ফজলুল হক সম্মননা পদক-২০১৭, বঙ্গবুন্ধ কালচারাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু সম্মননা পদক-২০১৭, জাতীয় কবি সম্মননা পদক-২০১৮, গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৮ (নওগাঁ জেলা ও সাপাহার উপজেলা শ্রেষ্ঠ), জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ কর্তৃক প্রদত্ত মানবাধিকার শান্তি পদক-২০১৮(শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে), মানবাধিকার জোট কর্তৃক প্রদত্ত বৈশাখী সম্মাননা-১৪২৫(২০১৯), আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদ কর্তৃক প্রদত্ত একুশে স্মৃতি গোল্ডেল এ্যাওয়ার্ড-২০১৯(নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে), শের-ই-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক প্রদত্ত শের-ই-বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক-২০২০, গ্রাম আদালত পারফরম্যান্স এ সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ-২০২০ এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম হতে “কোভিড-১৯” মোকাবেলায় সফল চেয়ারম্যান হিসাবে সম্মাননা সনদ প্রাপ্তি সহ বিভিন্ন সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও সম্মাননা লাভ করেছি। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও আসন্ন ইউপি নির্বাচনে ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন মো. আকবর আলী।