বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এ্যাটর্ণি জেনারেল, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে প্রয়াত আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে এবং দলমত নির্বিশেষে এলাকার মানুষকে উন্নয়নের জন্য একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্য আসনে বসাতে হবে। এডভোকেট আব্দুর রকিব মন্টু গত শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকাবাসীর উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। কামালবাজারস্থ হাসিমী কমিউনিটি সেণ্টারে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব এমএ হাসিম। শোকসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল মিয়া, সুনু মিয়া, শানুর মিয়া, উস্তার আলী, আতিকুল ইসলাম, মসু মিয়া, মছব্বির আলী, তেতলি ইউনিয়নের প্রবীণ মুরুব্বি হাজী জছু মিয়া, মোল্লারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজকর্মী মো. মামুন খান, ডা. মো. তায়েফ আহমদ, যুবনেতা কামরান হোসেন দারা প্রমুখ।