ভারতের গেদে সীমান্ত দিয়ে ভারতের দেওয়া ১০টি রেল ইঞ্জিন দর্শনা আন্তর্জাতিক ষ্টেশনে এসে পৌঁছেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় দর্শনা আন্তর্জাতিক রেল ষ্টেশনে ইঞ্জিন গুলো পৌঁছালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আশাদুল হক করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে ভারতীয় ট্রেনের ড্রাইভারদেরকে ফুল ছিটিয়ে ফুলের শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে ভারত সরকার এ রেল ইঞ্জিন গুলো বাংলাদেশকে ঈদ উল আযহা উপলক্ষে উপহার দিয়েছেন বলে জানাগেছে। ইঞ্জিন গুলো বাংলাদেশে প্রবেশের পূর্বে বাংলাদেশের ঢাকা ও ভারতের দিল্লী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ট্রেন ইঞ্জিন বাংলাদেশে প্রবেশের উদ্বোধনী করেন। এসময় বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এবং রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দেশেরে পররাষ্ট্র ও রেলমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্স মাধ্যমে দিল্লীর সাথে ভারতের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অংশ নেন। বাংলাদেশ রেলের এজিডি (রোলিং) স্টক মনজুর উল আলম এর নেত্রীত্বে রেলের কর্মকতার্রা ভারতীয় রেলের পূবার্ঞ্চলের কর্মকতার্দের কাছ থেকে ইঞ্জিনগুলো বুঝে নেন। এ সময় উভয় দেশের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন ভারত ও বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে যে ভাবে সহযোগিতা করে এসেছে তেমনী আগামীতেও একে অপরের পাশে থাকবো। উভয় দেশের মধ্যে সৌহার্দ ও শান্তিপর্ূণ পরিবেশ বজায় চলার প্রতিশ্রতি থাকবে আশাবাদ পোষন করেন। ভারতীয় ইঞ্জিনগুলো দর্শনা ষ্টেশনে পৌঁছালে শত শত লেকজন দেখতে আসে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, বাংলাদেশ রেলওয়ে পাকশী পশ্চিম জোনের চীপ আপারেটিং সুপারিনটেনন্ডেট মোঃ শহিদুল ইসলাম, চীপ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত-ই-খুদা, পশ্চিম জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আশাদুল হক। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রাহমান মনজু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। এছাড়া রেলওয়ে পশ্চিম জোনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকতা বৃন্দ।