প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০১৯, ১২:১৫ পি.এম
ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন নোট
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন টাকার নোট বাজারে ছাড়তে শুরু করেছে।
বুধবার (২২ মে) থেকে ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ব্যাংকিং শাখায় নতুন নোট বিনিময় কার্যক্রম শুরু হয়। ঈদ সালামি দিতে নতুন নোট হাতে পেয়ে খুশি গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এবার ঈদ উপলক্ষে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে। একজন গ্রাহক বিভিন্ন মুল্যমানের নতুন নোট মিলে একবারে সর্বোচ্চ ১৮ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে ক্যামেরায় গ্রাহকের ছবি এবং আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে।
রাজধানীতে ত্রিশটি ব্যাংকের শাখার মাধ্যমেও নতুন নোট ছাড়া হয়েছে। ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদের আগে শেষ কর্মদিবস পর্যন্ত নতুন নোট দেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
dainikajkermeghna.com