জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা জাহান পপি। চলচ্চিত্রের পাশাপাশি মাঝে মাঝে কাজ করেন ছোট পর্দাতেও। সেই ধারাবাহিকতায় আসছে ঈদে ছোট পর্দায় দেখা মিলবে পপির।
ঈদে ‘নায়িকার হানিমুন’ শিরোনামের নাটকে দেখা যাবে পপিকে। নাটকটি রচনা করেছেন আপন হাসান ও পরিচালনা করেছেন আদিত্য জনি। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।নাটকটিতে পপির সঙ্গে জুটি বেঁধেছেন হাসান জাহাঙ্গীর। এ জুটি এর আগে ‘ইন্নোসেন্ট লাভ’, ‘ভালোবাসা দুজনায়’, ‘মেন্টাল’ ও ‘নায়িকার বিয়ে’ নামে চারটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, নায়িকার হানিমুনের গল্পটা মূলত আমাকে কেন্দ্র করেই। তাছাড়া গল্পটাও আমার কাছে ভালো লেগেছে। তাই কাজটি করেছি। হাসান ভাই খুব আন্তরিকতা নিয়ে কাজ করেন। আশাকরি আগের মতো এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।সূত্র:- binodonbazar