ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
১৭ মে ১৯ ইং, ভেলানগর পদ্ম ফিশারিজ প্রাঙনে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন আদম,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, এনামুল হক রিপনসহ আরো অনেকে , প্রধান বক্তা’র বক্তব্য রাখেন, ইলিয়টগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আলম ভূঁইয়া বলেন, যুবলীগ জাতির পিতার প্রাণের সংগঠন, এই সংগঠনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন মুন্না বলেন,বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হলো যুবলীগ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে বাস্তবায়নে দাউদকান্দি – মেঘনা আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া এবং তার যোগ্য উত্তরসূরী দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদের যুবলীগকে ঐক্য বদ্ধভবে কাজ করতে হবে।
আগামী ২২ মে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুরলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের উপস্হিতিতে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের কমিটির নাম ঘোষণা করা হবে।