প্রগতিশীল উন্নয়নমূলক মানববতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার
উদ্যোগে ৩০ জন দুস্ত ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সমপন্ন। খাদ্য সামগ্রী হিসাবে
প্রতিটি পরিবারকে চাল, আলু, পেয়াজ, তেল, মটর ডাল, লবন ও সাবান দেয়া হয়। উক্ত মহতি
কার্যক্রম পরিচালনায় ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী মোশারফ হোসেন বাধন এবং আদনান
সাঈম এর নেতৃত্বে নগরির বায়েজিদ থানাধিন কুলগাও এলাকায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা
মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।
“জাগ্রত হউক সৎ ইচ্ছা শক্তি”