বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী, তরুণ সমাজকর্মী আব্দুল আহাদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল আহাদের স্থানীয় পশ্চিম নশিওরপুর গ্রামের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম নশিওরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুস সত্তার কাচা। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খন্দকার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কয়েস আহমদ, পশ্চিম নশিওরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, নশিওরপুর জাগরণী যুব সংঘের সাবেক সভাপতি মো. হারুন মিয়া, সমাজকর্মী আব্দুল জলিল, আব্দুল আজিজ, ইরণ মিয়া, আব্দুল রাজ্জাক, আব্দুল মন্নান, আশরাফ আলী, আব্দুল জলিল, হুসাইন আহমদ, আব্দুর রহিম, সুফিয়ান আহমদ, নশিওরপুর হিলফুল ফুযুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুর্শেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, গহরপুর স্টুডেণ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ প্রমুখ। সভায় তরুণ সমাজকর্মী আব্দুল আহাদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওয়ান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং সভার পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।