আমি সৃষ্টিকর্তার কাছে কখনোই কিছুই চাইনি। ধ্যান ভাঙার পর রবিবার সাংবাদিকদের এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।
গতকাল শনিবার কেদারনাথ গুহায় ধ্যানে বসেন মোদি। আজ সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি।
মোদি সাংবাদিকদের বলেন, এখানে আমি শান্তি, প্রার্থনা ও ধ্যানের জন্য এসেছি, আমি সৃষ্টিকর্তার কাছে কাখনো কিছু চাইনা।
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। আট রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার শেষ ধাপের ভোটযুদ্ধ। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর।
পশ্চিমবঙ্গের ৯ আসন ছাড়াও ভোট হচ্ছে বিহারের ৮, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, পাঞ্জাবের ১৩, চন্ডিগড়ের ১, উত্তর প্রদেশের ১৩ এবং হিমাচল প্রদেশের ৪ আসনে। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর।সূত্রে:- ইত্তেফাক