[caption id="attachment_1687" align="alignnone" width="198"] মহিলা নারী সাংবাদিক,দৈনিক আজকের মেঘনা ডট কম, আঁখি আক্তার ।[/caption]
দৈনিক আজকের মেঘনা ডট কম,আখিঁ আক্তার।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
নিজেদের গুণগান নিজেরা গাই
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
বেতন বোনাস যদিও তেমন না পাই
বকাটা একটু বেশিই খাই।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
নিজেকে জাহির করতে বেশি চাই
তাইতো সব জায়গায় সম্মান নাহি পাই
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
বড়দের দাঁড় করিয়ে আগের চেয়ারে যাই
পাশে লোক মনে মনে কয় এটা সাংবাদিক নামের ছাগলটাই!
আরো পড়ুনঃসাত মাসের সন্তানকে দোকানে বিক্রি করতে এলেন বাবা!
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
নিজেরা বড় বলে ছোটদের স্নেহ দিতে না চাই
তাই তো তাদের থেকে সম্মান না পাই
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই
সহকর্মী নিউজ দেখে কই এ নিউজে কি হয়!
পাশ থেকে নেতা শুনে কয়
একবার সুযোগ পাইলে তোগো
মাইরা বানামু মই
এই আশায় রই।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই,
নিজে নিজেরা মামলা দিতে ব্যস্ত রই
এই সুযোগে কিছু পুলিশ কয়
একে একে তোগো কইরা যামু ক্ষয়,
তখনি বোজবি কত ধানে কত চাল হয়।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই,
নিজে নিজেদের কমিটি নিয়া করি টানা টানি
মাঝে মধ্যে করি হানাহানি,
এটা যেনো আমারদের বাপ দাদার সম্পদ খানি।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই,
সহকর্মীর রক্ত দেখে আনন্দ আত্মহারায়
তাই তো নিজেরা বিচার না পাই।
আমরা কিছু মফস্বল সাংবাদিক ভাই,
সহকর্মী সমালোচনা করে মজা পাই,
পাশে থেকে বলে উঠে ওগো
সাংবাদিকতা দিয়েছে কোন শ্যালায়।
নিজে রেসা রেসি অনেক কিছু হারায়,
তাই তো অনেকেই কয়
ওরা আসছে সাংবাদিকতা পেশা করতে ক্ষয়,
আমি আখিঁ অবশেষে কই
ভুল হলে করো ক্ষমা,
একবার ভেবে দেখলে কি নয়,
আমরা যদি সবাই এক হই
আমরা জয়ই রই,
আমাদের রক্ত জড়িয়ে কেউ
থাকতে পারবে না সই।
আবারো হাত জোর করে কই
আসোনা একটু সচেতন হই।