আমি জনসেবায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুরস্থ বিশিষ্ট তরুণ ব্যবসায়ী মো.মুক্তার প্রধান।তিনি দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান। মুক্তার প্রধান আরো বলেন,আমি জনগণের কল্যাণে বিশ্বাসী।জনসেবা করতে হলে প্রতিনিধি হতে হবে এমনটায় তিনি বিশ্বাসী নয়। দাউদকান্দির পাঁচ গাছিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রয়েছে সুসম্পর্ক। তার ইউনিয়নে আ.লীগের বিগত দিনের বিভিন্ন দলীয় প্রোগ্রাম উদযাপনে তার রয়েছে ইতিবাচক ভূমিকা।আ.লীগকে শক্তিশালী করণে কাজ করে যাওয়ার জন্য তিনি আশা ব্যক্ত করেন।
দাউদকান্দির নিজ ইউনিয়নে মহামারি করোনাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন তিনি।
তিনি আরো জানান," আমি যদিও প্রবাসে থাকি, আমার মনটা আমার এলাকার মানুষের কাছে পড়ে থাকে।আমি যেনো আমৃত্য অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করতে পারি -মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।
তিনি তার ইউনিয়নবাসিকে সালাম জানিয়ে বলেন," আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আমাকে দোয়া করার জন্য বিনীত করছি।"