প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকা শ্রমজীবি কর্মহীন মানুষের পাশে নিরলসভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অব্যাহতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণের অংশ হিসেবে গতকাল ১৩ এপ্রিল সোমবার দিনাজপুর রোলেক্স বেকারী প্রাঙ্গণে সংবাদপত্রের হকারদের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন এ সংসদ সদস্য। তিনি বরাবরের মত অসহায়দের পাশে দাড়িয়ে থাকার ঘোষণা পুনঃব্যক্ত করে বলেছেন, আমার জীবন আমি মানুষের জন্য উৎসর্গ করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, তেমনি আমিও তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, চলমান করোনা দুর্যোগে সংবাদপত্রের হকাররা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সর্বশেষ খবরগুলো পৌছে দিচ্ছে। তাই এই মহামারীতে তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারণ তারা বড়ই অসহায়। সমাজের সকল সংগঠনসহ বিত্তবানদের আমি তাদের পাশে দাড়াতে আকুল আহ্বান জানাচ্ছি। হকারদের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, দিনাজপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ প্রমুখ। খাদ্য বিতরণ কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধান করেন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রুবেল সরকার। সংবাদপত্র হকারগণ সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে সহায়তা সামগ্রী গ্রহণ করেন।