দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। সবশেষ ভরিপ্রতি স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। চলতি আগস্টে এ নিয়ে টানা চারবার স্বর্ণের দাম বাড়লো। এর আগে ৬, ৮ ও ১৯ আগস্ট স্বর্ণের দাম বাড়ায় সংগঠনটি।
সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত এক দশকের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
বাজুস জানায়, বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৫ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৫০ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে।
এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৩০ হাজার ৩২৬ টাকা।
তবে ২১ ক্যারেটের রুপার (ক্যাডমিয়াম) দাম ভরিপ্রতি পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই রয়েছে।