আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এবার তিনি একসঙ্গে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ হাতে নিয়েছেন। শিগগিরই এগুলোর শুটিং শুরু করবেন তিনি।
এ প্রসঙ্গে ছন্দা বলেন, ‘প্রযোজক ও নির্মাতার টিম ওয়ার্কের অংশ হিসেবে এখনই চলচ্চিত্র দুটির কোনো তথ্য গণমাধ্যমে দেয়ার বিষয়ে বাধ্যবাধকতা আছে। যতটুকু জেনেছি, এগুলোর শুটিং শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাই আপডেট জানতে পারেন। তবে এটুকু বলতে পারি, দারুণ দুটি কাজ হচ্ছে। আমার চরিত্রও চমৎকার। দর্শকদের পছন্দ হবে।’
এদিকে দুরন্ত টিভির ‘মনের জাদুকর-২’ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। এছাড়া নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ছন্দা। ঈদের কয়েকটি নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ তিনি।
অন্যদিকে তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে আগামী ঈদের জন্য নাটক নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।