আবারো পয়েন্ট হারালো বার্সেলোনা। এবার ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিগ চ্যাম্পিয়নরা।
এবারের মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি বার্সেলোনার। লিগের প্রথম ম্যাচেই হেরেছিলো তারা। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন মেসি ও সুয়ারেজ। কিছুটা খর্বশক্তির বার্সার জালে ঘরের মাঠে শুরুতেই বল জড়ায় ওসাসুনা। ৭ মিনিটে গোল করেন রবার্তো তোরেস।
প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি জায়ান্টরা। তবে, বিরতি থেকে ফিরে দলকে সমতায় ফেরান আনশুমেন ফ্যাতি। লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডে নাম লেখান তিনি। ৬৪ মিনিটে কাতালানদের এগিয়ে নেন আর্থার। তবে, ৮১ মিনিটে ডি-বক্সে জেরার্ড পিকের হাতে বল লাগলে পেনাল্টি পায় ওসাসুনা। স্পট কিক থেকে গোল করেন তোরেস। ২-২ গোলে ড্র নিয়েই ঘরে ফিরতে হয় ভালভার্দের দলকে।