অনেকদিন ধরেই বদলে যাওয়ার ক্রিকেট খেলছে বাংলাদেশ। গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য ঈর্ষনীয়ই। কিন্তু একটা বন্ধ্যাত্ব ঘুঁচাতে পারেনি বাংলাদেশ। আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে এখনো শিরোপা জিততে পারেনি টাইগাররা। গত এশিয়া কাপের ফাইনালে গিয়ে অল্পের জন্য জিততে পারেনি বাংলাদেশ।
এর আগে নিদাহাস ট্রফির ফাইনালেও খুব কাছে গিয়ে হারতে হয়েছিল লাল সবুজের দলকে। ফাইনালে গিয়ে শিরোপা না জেতার বাজে অভিজ্ঞতা এশিয়া কাপেও দুবার হয়েছে বাংলাদেশের। আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্ট তো দূরের কথা ত্রিদেশীয় সিরিজের ট্রফিও জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন মাশরাফি, সাকিব, তামিমরা।
এবার সেই বন্ধ্যাত্ব ঘুঁচবে কিনা কে জানে, তবে আবারও সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। কয়েক দিনের মধ্যে উইন্ডিজকে দুইবার হারিয়ে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। অর্থাৎ ফাইনাল ম্যাচটা জিততে পারলেই প্রথম ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতা হবে বাংলাদেশের।
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, এবার এই বন্ধ্যাত্ব ঘুঁচাতে বদ্ধপরিকর টাইগাররা। কাল উইন্ডিজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার পর মাশরাফি বলেন, ‘আমরা কখনোই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারিনি। এটা আমাদের জন্য বড় একটু সুযোগ। আমরা অবশ্যই চেষ্টা করব। দেখি কী হয়!’
পরিস্থিতি অবশ্য বাংলাদেশের বন্ধ্যাত্ব ঘুঁচানোর পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত যা সমীকরণ তাতে ফাইনালে উইন্ডিজকেই পাচ্ছে বাংলাদেশ। যাদের কিনা গত কয়েক দিনের মধ্যে দুইবার হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সূত্রে: 24livenewspaper