Site icon দৈনিক আজকের মেঘনা

কাশ্মীর নিয়ে এবার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

কাশ্মীর নিয়ে চলমান সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে-আইসিজে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় পাক সরকার।

বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যক্রম শুরু নির্দেশ দিয়েছেন। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা-এই দুই বিষয়ে আন্তর্জাতিক আদালতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা হবে বলে জানান তিনি।

এর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের বিষয়ে ভারতীয় সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে চীন।

FacebookTwitterEmailShare
Exit mobile version