Site icon দৈনিক আজকের মেঘনা

সামজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন মো.মহসীন ভূইয়া চেয়ারম্যান 

মো.বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধি
আজ ০৩/০৪/২০২০ রোজ শুক্রবার দিনব্যাপী এই খাদ্য সামগ্রী নির্ধারিত দূরত্ব বজায় রেখে অভিনব কায়দায় সুন্দর সুশৃঙ্খল ভাবে ৬টি ওয়ার্ডে বিতরণ করা হয়।
কুমিল্লা -২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মহসীন ভূইয়ার একক উদ্যোগে  হোম কোয়ারেন্টাইন মেনে চলা খেটে খাওয়া ও কর্মহীন ৩০০ শত পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ পারভেজ  হোসেন  সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম ও তদন্ত অফিসার শহিদুল ইসলাম হাওলাদার।
এসময় প্রধান অতিথি মো.পারভেজ হোসেন সরকার বলেন,  আপনারা নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে কিছু দিন ঘরেই থাকুন। রিক্সা, অটো,সিএনজি নিয়ে আপাতত বাইরে বের হবেন না। কেউ না খেয়ে থাকতে হবে না। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
আরোও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার শাহআলম,রাসেল ও এবং গন্যমান্য ব্যক্তিগণ উপস্হিত ছিলেন।
FacebookTwitterEmailShare
Exit mobile version