মহামারী করোনায় আজ পৃথিবী থমকে গেছে, মানুষ বড়ই অসহায় দিশেহারা দেশের দুঃসময়ে মেঘনার দরিদ্র, অসহায়, গৃহবন্দী, দিনমজুরের কথা চিন্তা করে, তাদের পাশে দাঁড়িয়েছে আদর্শ মেঘনা সামাজিক সংগঠন।
প্রধান পরিচালক সাকিব মিয়াজীর সাথে কথা বললে তিনি বলেন আমরা বড়কান্দা থেকে শুরু করেছি পুরো উপজেলায় ৮টি ইউনিয়নে আমরা প্রায় ১ হাজারের মতো উপহার সামগ্রী বিতরণ করব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার উপজেলা চেয়ারম্যান মেঘনা, বিশেষ অতিথিঃ প্রবীর কুমার রায় উপজেলা নির্বাহী অফিসার, মিলন সরকার ভাইস চেয়ারম্যান মেঘনা, দিলারা শিরিন মহিলা ভাইস চেয়ারম্যান, আব্দুল মজিদ অফিসার-ইন-চার্জ মেঘনা থানা। আদর্শ মেঘনা সামাজিক সংগঠন এর পক্ষে উপস্থিত ছিলেনঃ প্রধান পরিচালক সাকিব মিয়াজী, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন রনি, মহিলা সম্পাদক নাজমা আক্তার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মুন্সি, ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ আরো অনেকে।
https://www.youtube.com/watch?v=HtZVzCytxZc