অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, দেশে যথেষ্ট খাদ্যের মজুত আছে। সুতরাং কেউ আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।
রাজধানীসহ সারাদেশে পণ্য মজুদের সুযোগে চালসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। মাত্র তিন দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে ১২ টাকা বেড়ে শুক্রবার রাজধানীর কোথাও কোথাও ৬৬ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বেড়েছে ডিম ও মশুর ডালসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
কয়েক মাস ধরে আকাশচুম্বী পেঁয়াজের দর স্বাভাবিক হওয়ার পথেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম হঠাৎ প্রায় দ্বিগুণ বেড়ে অন্তত ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
মরণঘাতী এ করোনা ভাইরাস এখন পর্যন্ত ১৮২টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এ রোগে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৮০২ এবং মারা গেছেন ১০ হাজার ৫৪০ জন। শুধু চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ এবং মারা গেছেন তিন হাজার ২৪৮ জন। এছাড়া ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে। এছাড়া বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন। মারা গেছেন একজন।