শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলিয়ারচর উপজেলা শাখা'র আহবায়ক মনোনীত হয়েছে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন।
গত ৭ মার্চ বিকালে কুলিয়ারচর পৌর এলাকায় কেন্দ্রীয় যুবদলের এক আলোচনা সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে আজহার উদ্দিন লিটনকে উপজেলা যুবদলের আহবায়ক মনোনীত করা হয়।
আজহার উদ্দিন লিটনকে আহবায়ক মনোনীত করায় স্থানীয় নেতা কর্মীরা কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মোঃ শরীফুল আলম সহ কেন্দ্রীয় যুবদলের নেতা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।