নববর্ষ সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশে শুক্রবার (১০ এপ্রিল) থেকে আগামী ১০ দিন অ্যালকোহল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংকক পৌর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
ব্যাংকক পৌর কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার আওতায় ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের অ্যালকোহল পানীয় বিক্রি।
কিন্তু এ ঘোষণার পরই বৃহস্পতিবার বিভিন্ন পানশালা ও বিপণি বিতানে ক্রেতারাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। থাইল্যান্ডে ৩ দিন ধরে হয় নিজস্ব নববর্ষ সংক্রান্ত। যাতে অংশ নেন বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। এবার করোনাভাইরাসের কারণে ভাটা পড়েছে সেই ব্যবসায়।
থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫০০ জনের বেশি। আর দেশটি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩২ জন।সূত্র: ইন্ডিয়ান টাইমস