ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের রঘুপুর গ্রামের ‘অন্ধ হাফিজ’ খ্যাত অন্ধ হাফিজ সিরাজুল ইসলামের চিকিৎসার জন্য ৫০হাজার টাকা অনুদান প্রদান করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে অসুস্থ অন্ধ হাফিজ সিরাজুল ইসলামের কাছে এ অনুদান হস্তান্তর করেছেন। ওসমানীনগর উপজেলার রঘুপুরস্থ হাফিজ সিরাজুল ইসলামের বাড়িতে এ অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আখতার আহমদ, সমাজকর্মী শামসুল ইসলাম রানা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। অনুদান গ্রহণকালে অসুস্থ অন্ধ হাফিজ সিরাজুল ইসলাম তার চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৫০হাজার টাকা অনুদান প্রদানের জন্য প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন সময়ে আরও যারা সহায়তা প্রদান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ : অন্ধ হাফিজ সিরাজুল ইসলাম প্রায় ২বছর যাবত কিডনীজনিত অসুস্থতায় ভোগছেন। ইতোমধ্যে তার চিকিৎসায় কয়েক লাখ টাকা ব্যয় হয়ে গেছে।